Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ৬ ফেব্রুয়ারি ২০২১

টেস্ট ক্যারিয়ারের দশম শতক পেলেন মুমিনুল

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের পর এবার টেস্ট ক্যারিয়ারের দশম শতকটিও পেয়ে গেলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। একই সাথে ক্রিজের অপরপ্রান্তে থাকা লিটন দাসও তোলে নিয়েছেন ক্যারিয়ায়ের ৬ষ্ঠ অর্ধশতক।

এর আগে দিনের শুরুতে চতুর্থ দিন ব্যাট করতে নেমে মুশফিকের বিদায়ে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। তবে তা সামলে উঠেন দুই ব্যাটসম্যান মুমিনুল ও লিটন। দুজনের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে এখন পর্যন্ত ৩৫২ রানের লিড পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত ক্রিজে মুমিনুল আছেন ১০০ রান নিয়ে। অপরপ্রান্তে অর্ধশক তুলে নেয়া লিটন ৫৯ রান নিয়ে খেলে চলেছেন। টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান।

শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুর ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিদায় নেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সফল ক্যারিবিয় বোলার কর্নওয়ালের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাত্র ১৮ রানে বিদায় নেন মিস্টার ডিপেন্ডাবল।

এর আগে গতকাল শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম ইনিংসের ১৭১ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ শুরুতে বড় ধাক্কা খায়। শূন্যরানে ফেরেন অভিজ্ঞ তামিম ইকবাল। শুধু তিনি নন, দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসাইন শান্ত ও সাদমান ইসলামও।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়