Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২১

টেস্ট জিততে উইন্ডিজের প্রয়োজন ৩৯৫ রান

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে টেস্ট জিততে হলে উইন্ডিজের প্রয়োজন ৩৯৫ রান।

শনিবার (৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল ইসলাম এবং মুশফিকুর রহিম। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ব্যক্তিগত ১৮ রানে কর্নওয়ালের শিকার হয়ে ঘরে ফেরেন এ ব্যাটসম্যান। 

এক প্রান্তে হাল ধরে রাখেন অধিনায়ক মুমিনুল হক। লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন শতাধিক রানের জুটি। কাইল মেয়ার্সকে চার হাঁকিয়ে ৯৬ বলে অর্ধশতক পূরণ করেন লিটন। এর কিছু পরই শতক পূরণ করেন মুমিনুল হক। টেস্টে এটি তার দশম শতক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম।

শেষ পর্যন্ত ১১৫ রানে আউট হন মুমিনুল, লিটন ফেরেন ৬৯ রানে। সাজঘরে ফেরার আগে মিরাজ ৭ ও তাইজুল ৩ রান করেন। ৮ উইকেট হারানোর পরই ইনিংস ডিক্লেয়ার করেন মুমিনুল। 

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে মুমিনুল হকের দল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়