Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ৬ ফেব্রুয়ারি ২০২১

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক মিরাজেই নাজেহাল ক্যারিবিয়রা

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সূচনাতেই ক্যারিবিয়দের জন্য ‘মুশকিল’ হয়ে দেখা দিয়েছেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। শুরুতে অনেকটা চেপে খেলার চেষ্টা করলেও মিরাজের স্পিন ঘূর্ণিতে বিপর্যয় থেকে রক্ষা পায়নি সফরকারীরা ব্যাটসম্যানরা। হারিয়ে ফেলেছে তিনটি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের যখন দলীয় সংগ্রহ ৩৯ রান, তখনি প্রথম আঘাত হানেন মিরাজ। তার অফ ব্রেক বলে ব্যক্তিগত ২৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন জন ক্যাম্পবেল। সেখান থেকে কোমড় সোজা করে দাঁড়াতে না দাঁড়াতেই মাঠ ছাড়া করেন আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে (২০)। দলীয় ৪৮ রানের মাথায় মিরাজের বল ঠেকাতে গেলে শর্টে থাকে ইয়াসির আলী দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন।

তার বিদায়ের পর চাপ সামলাতে চেষ্টা করেন শাইন মোসেলে। নাঈমের বলে একের পর চার মারেন এ ব্যাটসম্যান। কিন্তু ব্যক্তিগত ১২ রানের মাথায় মিরাজের এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ক্যারিবিয় ব্যাটসম্যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। হাতে আছে ৭টি উইকেট। জয়ের জন্য আরও করতে হবে ৩২৩ রান। ক্রিজে রুমা বোনার ৯ ও কাইল মায়ার্স ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়