Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২১

সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটারের স্মরণে চট্টগ্রামে ১ মিনিটের নীরবতা

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন রোববার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। উইন্ডিজের হয়ে দুটি টেস্ট খেলা এজরা মোসলিকে স্মরণ করেছে তারা। এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই ক্রিকেটার।

বার্বাডোজে নিজ বাড়ির পাশেই সাইকেল চালাচ্ছিলেন মোসলি। ৬৩ বছর বয়সী এই ক্রিকেটারের সাইকেলকে ধাক্কায় দেয় একটি গাড়ি। তাতেই মৃত্যু হয় তার। রোববার সকালে মোসলির মৃত্যু সংবাদ পায় উইন্ডিজ দল। খেলতে এসেও ক্যারিবীয়রা তাদের সাবেক জাতীয় ক্রিকেটাররকে গভীর শ্রদ্ধা ও সন্মান দেখাতে ভুল করেনি। একেই বলে সাবেক ক্রিকেটারের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শন।

ক্রিকেট উইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডাম বলেন, ‘বার্বাডোজ থেকে খুবই মর্মান্তিক খবর পেয়েছি। এজরা মোসলি নিহত হয়েছেন। পুরো ক্রিকেট উইন্ডিজ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

৮০-৯০ দশকে ক্যারিবিয়ান ক্রিকেটে প্রথম শ্রেণীতে বেশ প্রভাব বিস্তার করেন এজরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেবল দুই টেস্ট আর ইংলিশ কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে উল্লেখযোগ্য অবদান আছে তার। দুই মৌসুমে ক্লাবটির হয়ে ৫০টি করে উইকেট নেন তিনি। পরে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট অফ স্পেনে অভিষেক হয় মোসলির। সে সিরিজে ব্রিজটাউনে খেলেছেন জীবনের শেষ টেস্ট। অভিষেক টেস্টে বাউন্সারে ইংল্যান্ডের গ্রাহাম গুচের হাত ভেঙ্গে দিয়েছিলেন তিনি।

সে সময় ক্যারিবিয়ান পেস বোলিং লাইনআপে তার সঙ্গে ছিলেন ইয়ান বিশপ, কার্টলি অ্যাম্রোস, কোর্টনি ওয়ালশও। এমন তারকাদের ভিড় থাকার কারণেই লম্বা হয়নি তার ক্যারিয়ার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়