Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২১

প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে: মুমিনুল

মুমিনুল হক

মুমিনুল হক

প্রথম টেস্টে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেছিলেন, ২৫০ রান হলেই জেতা সম্ভব ম্যাচটিতে। কিন্তু ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

অভিষিক্ত কাইল মায়ারসের ২১০ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ফলে তারা পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬০ পয়েন্ট।

বাংলাদেশ দল ভাবেনি এভাবে হারতে হবে। রোববার ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মুমিনুল বলেন, ‘আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান (কাইল মায়ারস ও এনক্রুমাহ বোনার) খুব ভালো ব্যাটিং করেছে।’

মুমিনুল বলেন, ‘কোনো সময়ই আমার কাছে মনে হয়নি (হেরে যাব)। আমরা প্রথম ইনিংসে ভালো খেলেছি, গত চারদিন দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। আমি চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব।’

মুমিনুল আরও ‘যখন দল হারবে, তখন নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। আমার কাছে এমন কিছু বোধগম্য হয় না । দল যখন হেরেছে, সবাই একসাথে হেরেছি।’

চট্টগ্রামের এ পরাজয় ভুলে এখন ঢাকার ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাই ভাবছেন মুমিনুল। তিনি বলেন, ‘অবশ্যই (ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতে হবে)। ম্যাচ হারলে তো ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতেই হবে। সে হিসেবে ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং- সবকিছু নিয়েই ভাবতে হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়