Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২১

সাকিব ভাই থাকলে আত্মবিশ্বাসটা বেশি পেতাম: মিরাজ

মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

বাম ঊরুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলবেন না সাকিব আল হাসান। প্রথম টেস্টের শেষ দিনেও খেলতে পারেননি তিনি। তার অভাব দলের সকলেই বুঝেছে সেদিন। অলরাউন্ডার মিরাজও মনে করেন, শেষ টেস্টে সাকিব থাকলে মানসিকভাবে অনেক এগিয়ে থাকতেন তারা। 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘সাকিব ভাই থাকলে আমাদের অনেক ভালো হতো। হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমরা আত্মবিশ্বাসটা আরো বেশি পেতাম।’ 

মিরাজ বলেন, ‘শেষ ম্যাচে সাকিব ভাই ইনজুরি হয়ে যাওয়াতে আমাদের টিমের ওপর অনেক বেশি প্রভাব পড়েছে। তার বোলিংটা আমাদের টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। হয়তো সাকিব ভাই থাকলে আমরা আরো ভালোমতো কামব্যাক করতে পারতাম।’

মিরাজ বলেন, ‘তিনি মাঠে থাকলে হয়তো স্পিনারদের বিভিন্ন রকম ইনফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। দুর্ভাগ্যবশত আমরা সাকিব ভাইকে মিস করেছি ওই ম্যাচটাতে, ইনজুরি হয়ে যাওয়াতে। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যাড লাক ছিল।’

ক্যারিবীয়রা সিরিজে ১-০ তে এগিয়ে। মিরপুরে ড্র করলেই সিরিজ জিতে যাবে দলটি। তবে বাংলাদেশ চায় ঘুরে দাঁড়াতে। কিন্তু সাকিব থাকবে না সেই ম্যাচে।

মিরাজ আরও বলেন, ‘যেহেতু মিরপুর মাঠে খেলা, সাকিব ভাই ছাড়া আমরা খেলব। অবশ্যই সাকিব ভাই থাকলে আমাদের অনেক ভালো হতো। হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমরা আত্মবিশ্বাসটা আরো বেশি পেতাম।’ 

সাকিব না থাকায় স্পিনারদের দায়িত্ব নেওয়ার তাগিদ চট্টগ্রামে সেঞ্চুরি ও দুই ইনিংস মিলে ৮ উইকেট নেওয়া মিরাজের, ‘যেহেতু সে (সাকিব) নাই, আমরা মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। আমাদের তিনজনের ওপর বেশি দায়িত্ব থাকবে।’

যোগ করেন, ‘আমরা চেষ্টা করব, ভালো জায়গায় বল করার জন্য। যেন আমরা ওদেরকে সহজে না খেলতে দিই, এটা আমরা স্পিনাররা চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টাইগারবাহিনী। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার দেখা যাক দ্বিতীয় টেস্টের ফল কি হয়?

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়