Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২১

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

সাদমান ইসলাম

সাদমান ইসলাম

বাম ঊরুর ইনজুরির কারণে ঢাকা টেস্টে খেলতে পারবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়লেন দলের ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাদমান। তিনি ভালোভাবে সেরে উঠতে থাকলেও বিসিবির মেডিকেল টিম বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বোর্ডের বায়ো-সিকিউরিটি বাবল ত্যাগ করে নজরদারিতে থাকবেন। বোর্ডের অধীনেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্টে নামবে টাইগাররা।

দ্বিতীয় টেস্টে সাকিবের পরিবর্তে যোগ দিবেন সৌম্য সরকার। তবে সাদমানের বিপরীতে কাকে নেয়া হবে তা জানা যায় নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়