Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:২২, ৫ মার্চ ২০২১

ইভ্যালি-সিলেট টি-২০ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

সংগৃহীত

সংগৃহীত

তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ঝমকালো আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হল ইভ্যালি-সিলেট টি-২০ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে প্রথমবারের মতো আন্তর্জাতিক নিয়মে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল গঠন করে ফ্রাঞ্চাইজি স্টার প্যাসিফিক স্ট্রাইকারস, সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স, কুশিয়ারা রয়েলস, সিলেট ইউনাইটেড এম.কে.বি প্লাটুন দল

প্লেয়ার ড্রাফট অনুযায়ী আইকন প্লেয়ারের মধ্যে স্টার প্যাসিফিক টাইগার্সের হয়ে খেলবেন অলক কাপালী, সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সে জাকির হাসান, কুশিয়ার রয়্যালসে ইমতিয়াজ হোসেন তান্না, এম কে বি প্লাটুনে এনামুল হক জুনিয়র ও সিলেট ইউনাইটেডের হয়ে খেলবেন আবু জায়েদ চৌধুরী রাহি।

করোনা মহামারির কারণে স্থবির সিলেটের ক্রিকেট অবস্থায় দেশের জনপ্রিয় -কমার্স প্লাটফর্ম ইভ্যালির সহযোগিতায় সিলেটে শুরু হচ্ছেইভ্যালি-সিলেট টি-২০ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে বিগ বাজেটের টুর্নামেন্টটি

সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে সহযোগীতা করছে সিলেট সিটি কর্পোরেশন

টুর্নামেন্টে আইকন প্লেয়ার হিসেবে থাকছেন অলক কপালি, এনামুল হক জুনিয়র, জাকির হাসান, ইমতিয়াজ হোসেন তান্না আবু জাহেদ রাহি

এতে লটারীর মাধ্যমে পূর্ব নির্ধারিত তালিকা থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেয় ফ্রাঞ্চাইজিগুলো

প্লেয়ার ড্রাফট অনুযায়ী আইকন প্লেয়ারের মধ্যে স্টার প্যাসিফিক টাইগার্সের হয়ে খেলবেন অলক কাপালী, সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সে জাকির হাসান, কুশিয়ার রয়্যালসে ইমতিয়াজ হোসেন তান্না, এম কে বি প্লাটুনে এনামুল হক জুনিয়র সিলেট ইউনাইটেডের হয়ে খেলবেন আবু জায়েদ চৌধুরী রাহি

আয়োজকরা জানান, ক্রিকেটের এই আসরে সিলেটের স্থানীয় সারাদেশের প্রায় ১১৪ জনকে নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে তাদের মধ্য ২০ জন প্লাসক্যাটাগরির, ৪৩ জনক্যাটগরির, ৫১ জনবিক্যাটাগরির প্রত্যেক দল একজন আইকন প্লেয়ারসহ প্লাস ক্যাটাগরির জন, ক্যাটাগরির ৫জন বি ক্যাটাগরির জন নিয়ে মোট ১৩ জনের একটি টিম গঠন করবে

বুধবার সন্ধ্যায় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী

এসময় তিনি বলেন, করোনার কারণে সিলেটের ক্রিকেট অঙ্গনে স্থবিরতা এসে গেছে আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে এই স্থবিরতা কেটে যাবে টুর্নামেন্টটি সফল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেক সব ধরণের সহযোগিতা করা হবে

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র

অংশ নেয়া ফ্রাঞ্চাইজিগুলো জানায়, ভাগ্য এবং বিচক্ষণতার মাধ্যমেই তারা দলে সেরা সব ক্রিকেটারের সমন্বয় ঘটিয়েছেন এছাড়া টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য মাঠে নামবেন তারা আয়োজকরা জানালেন করোনা প্যান্ডামিকের মাঝে নতুন টুর্নামেন্ট নতুন মাত্রা যোগ করবে এছাড়া ব্যাট-বলের লড়াইটাকে উপভোগ্য করতে তারা সকল চেষ্টাই করবেন

এদিকে সিলেটে ক্রিকেটের স্থবিরতা কাটাতেে ইভ্যালি আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসায় প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়