স্পোর্টস ডেস্ক
জয়ের আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে টাইগার বাহিনী
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অনেকটা অপ্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ। সেদিন ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও সফরকারীদের আটকানো যায়নি। দুই ম্যাচের সিরিজ বাঁচানোর লক্ষ্যে আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মাঠে নামবে টাইগার বাহিনী।
শেরে-বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি।
বাম ঊরুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে নামছেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সাকিবই নন, ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলামও।
সাকিবের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। তবে সাদমানের বদলি হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
উদ্বোধনী ব্যাটসম্যন হিসেবে দ্বিতীয় টেস্টে ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধতে পারেন সাইফ হাসান।
প্রথম টেস্টে পরাজিত হওয়া বাংলাদেশ দলে কিছু পরিবর্তন হবে এবং ব্যাটিং পজিশনেও আসবে কিছুটা পরিবর্তন।
প্রথম টেস্টে বাংলাদেশ দল ভাবেনি এভাবে হারতে হবে। ফলে হতাশ হয়ে পড়ে সবাই। তবে আশার কথা হচ্ছে হতাশা কাটিয়ে দ্বিতীয় টেস্ট জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী টাইগাররা।
বাংলাদেশ এ পর্যন্ত ১২০টি টেস্ট মাত্র ১৪টি জিতেছে। বিপরীতে হেরেছে ৯০ টেস্ট, যার মধ্যে ৪৩টি ইনিংস ব্যবধানে। বাকি ১৬টি করেছে ড্র। এ পরিসংখ্যান থেকেই বুঝা যায় লংগার ভার্সনে বাংলাদেশ কতটা দুর্বল। তবে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের মতে নিজ মাঠে বাংলাদেশ দল এখনো শক্তিশালী।
সিমন্স বলেছেন, প্রথম টেস্টে যেটাই হোক না কেন দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ঘুরে দাঁড়াবে প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজের।
প্রথম ম্যাচ জিতলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন করতে পারত বাংলাদেশ। তবে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ দলের এখন লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























