Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২১

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১২ মার্চ আহমেদাবাদে নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়ামে শুরু হবে টি-২০ সিরিজ।

ইংল্যান্ডের হয়ে ২০১৭ সালের জুনে শেষ বার টি-২০ খেলা লিয়াম লিভিংস্টোনকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। ২৭ বছর বয়সী এ ওপেনার সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ছিলেন। বিগ ব্যাশ লিগের সদ্য শেষ হওয়া আসরে পার্থ স্কর্চার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে টি-২০ দলে জায়গা করে নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে চার টেস্টের চলতি সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন না জস বাটলার। তবে টি-২০ দলে জায়গা করে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। স্কোয়াডের বেশ কয়েকজন টেস্ট দলের হয়ে খেলতে আগেই ভারতে অবস্থান করছেন। বাকিরা আগামী ২৬ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন।

টি-২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলতে পুনেতে যাবে ইংল্যান্ড। এই সিরিজের দল পরবর্তীতে ঘোষণা করা হবে।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), ডেভিড মালান, মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, বেন স্টোকস, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, ক্রিস জর্ডান, রিচি টপলে, জোফরা আর্চার ও মার্ক উড।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়