Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২১

দ্বিতীয় দিন শেষে ৩০৪ রানে পিছিয়ে বাংলাদেশ

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে অপ্রত্যাশিত হারের পর ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছিলেন মুমিনুল হক। প্রথম দিন সমানে সমান লড়াই করলেও দ্বিতীয় দিনে অনেকটাই পিছিয়ে পড়েন স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানে আটকে রাখার পরিকল্পনা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু ক্যারবীয় ব্যাটসম্যানদের নৈপুণ্যে সংগ্রহ দাঁড়ায় ৪০৯ রানে।

এর জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৬ ওভারে ৪ উইকেটে ১০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের চেয়ে এখনও ৩০৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

চলতি ম্যাচের জন্য স্কোয়াডে ঢোকার আগে সবশেষ রাজশাহীতে স্থানীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার। তার আজকের ব্যাটিংয়েও ফুটে উঠেছে ওয়ানডে ঘরানার এপ্রোচ। শ্যানন গ্যাব্রিয়েলের করা ইনিংসের প্রথম ওভারে লেগস্ট্যাম্পের ডেলিভারিতে অনড্রাইভ করতে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়ানো কাইল মায়ারসের হাতে। রানের খাতাও খুলতে পারেননি সৌম্য।

পরের ওভারে রাহকিম কর্নওয়ালকে সোজা মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান তামিম ইকবাল। এর মাধ্যমে যেন বার্তা দেন টিকে থাকার জন্য পাল্টা আক্রমণের পথই বেছে নেবেন তিনি। কিন্তু এ পথে হাঁটাই কাল হয় তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর জন্য।

মাত্র ১১ রানে ২ উইকেট হারিয়ে তখন অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ।

তবে দ্রুত দুই উইকেট হারানোর পর এ যাত্রায় দলের হাল ধরেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক। দুজনে মিলে গড়েন ৫৮ রানের জুটি। যখন তাদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ, তখনই রাকিম কর্নওয়ালের আঘাত।

জশুয়া ডি সিলভার গ্লাভসে ধরা পড়ার আগে মুমিনুল করেন ২১ রান। সঙ্গী বিয়োগে তামিমেরও যেন আর থাকতে ইচ্ছে হলো না। তাই পরের ওভারেই আলঝারি জোসেফের সাজানো ফাঁদে পা দেন তিনি। এর আগে করেন ৪৪ রান।

মাত্র ৭১ রানে নেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান। এমতাবস্থায় ফলো অনের লজ্জা পাওয়ার প্রমাদ গুনছিলেন হয়তো সমর্থকরা। টিম ম্যানেজমেন্টও হয়তো এমন শঙ্কায় ছিল। তবে ধূসর বিকেলটার শেষটা আর বিবর্ণ হয়নি মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিমের সৌজন্যে।

দুজনের ১২১ বলে ৩৪ রানের জুটিতে দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। দিনশেষে ৬১ বলে ২৭ রান করে অপরাজিত মুশফিক। অপরপ্রান্তে মাটি কামড়ে পড়ে থাকা মিথুন সতীর্থের সমান বল মোকাবেলা করলেও করেছেন ৬ রান।

তৃতীয় দিন এ দুজনের ব্যাটে বড় স্কোরের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। লাইনআপে আরো ব্যাটসম্যান আছেন। তবে ম্যাচ জিততে বা বাঁচাতে চাইলে দুজনের ভালো শুরুর বিকল্প নেই। তারা কতটা পারবেন সেটা সময়ই বলে দেবে। তবে ক্যালিপসো সুরের বিপক্ষে তারাই এখন লাল সবুজের ভরসা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়