Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২১

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাজ্জাক-নাফীস

আবদুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস

আবদুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন আবদুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুজনেই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।

শুক্রবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) জানিয়েছে, শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আবুদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের অবসরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ সময় দুই ক্রিকেটারের  অবদানের কথা তুলে ধরা হবে।

রাজ্জাক ইতিমধ্যে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। নাফীস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে চলেছেন। তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হচ্ছে তাদের।

বাংলাদেশের হয়ে ১৩ টেস্টের ২০ ইনিংসে ২৮ উইকেট নিয়েছেন রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ৩৪টি টি-টোয়েন্টিতে তার শিকার ৪৪টি।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ৬৩৪, আর ‘লিস্ট-এ’ ক্রিকেটে ২৮০ ম্যাচে ৪১২ উইকেট নিয়েছেন।

অন্যদিকে শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে করেছেন ২২৬৮ রান। ১টি সেঞ্চুরির (১৩৮) পাশে আছে ৭টি ফিফটি। ৭৫ ওয়ানডেতে করেছেন ২২০১ রান। গড় ৩১.৪৪, স্ট্রাইক রেট ৬৯.৪৯। ৪টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৩টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১২৩ রান। একমাত্র টি-টোয়েন্টি খেলে রান করেছিলেন ২৫।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়