স্পোর্টস ডেস্ক
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩১ রান
সংগৃহীত
তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ওয়েস্ট ইন্ডিজের লিড আড়াইশ রানের মধ্যে আটকে রাখার কথা জানিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবং সেই কথা রেখেছেন তারা। আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলামের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য টার্গেট দাঁড়িয়েছে ২৩১।
বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শনিবার শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছিল। দলটি প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়।
এই ম্যাচ জিততে এখন নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশের। ঘরের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সবমিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে তাদের মাটিতে ২১৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
রোববার সকালে প্রথম আঘাত হানেন রাহি। ২২ বল খেলে ২ রান করা ওয়ারিকেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ৬ ওভার বাদে একইভাবে ফেরান কাইল মায়ার্সকে (৬)। তার ৩ ওভার বাদে সাফল্য পান তাইজুল ইসলাম।
অফস্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে বারবার প্রলুব্ধ করছিলেন ব্ল্যাকউডকে (৯)। সামনে পিচ করানো এমন একটি বলে ফ্রন্টফুটে খেলতে এসে মিস করেন ব্ল্যাকউড। চকিত স্ট্যাম্পিংয়ে তাকে ভড়কে দেন লিটন দাস। পা পপিং ক্রিজের ভেতরে না থাকায় থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন।
পরের দুই উইকেটও নেন তাইজুল। যশুয়া ডি সিলভাকে (২০) সৌম্য সরকারের ক্যাচ বানান। জোসেফ (৯) ধরা পড়েন শান্তর হাতে।
কিছু সময় পর সেট ব্যাটসম্যান বোনারকে বোল্ড করেন নাঈম। ১২০ বলে ৩৮ করেন এই ব্যাটসম্যান।
রাকিম কর্নওয়ালও ফেরেন নাঈমের বলে। ৫ বলে ১ রান করে বাউন্ডারি লাইনে মুশফিকের হাতে ক্যাচ দেন। প্রায় ২০ মিটার দৌড়ে বল তালুবন্দি করেন উইকেটকিপিং থেকে সাধারণ ফিল্ডার বনে যাওয়া মুশফিক।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট নেন নাঈম। চতুর্থ ওভারে ব্রাথওয়েটকে (৬) লিটন দাসের ক্যাচ বানান।
পরের উইকেটটি মেহেদী হাসান মিরাজের। ২০ বলে ৭ রান করা মোয়েসলিকে ফেরান তিনি। ১৭তম ওভারে আঘাত হানেন তাইজুল ইসলাম। বোল্ড করেন জন ক্যাম্পবেলকে (১৮)।
দ্বিতীয় ইনিংসে তাইজুল ৪ উইকেট নিতে মাত্র ৩৬ রান দিয়েছেন। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তবে শতাধিক রান দিয়েছিলেন। ৩৪ রানে ৩ উইকেট নাঈমের। রাহি প্রথম ইনিংসে চারজনকে ফেরালেও এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট। দিয়েছেন ৩২ রান।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























