স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ
সংগৃহীত
আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলামের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ফলে তাদের টার্গেট দাঁড়িয়েছিল ২৩১ রানে। কিন্তু টাইগাররা সেই লক্ষ্য অর্জন করতে পারল না মাত্র ১৭ রানে।
মিরপুরে দ্বিতীয় টেস্টে রোববার ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা ২১৩ রানে আলআউট হয়। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকের দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ২৯৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভালো বল করে বাংলাদেশ। এবার সফরকারীরা থামে ১১৭ রানে।
অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং সৌম্য সরকার উদ্বোধনীতে ৫৯ রান করে স্বস্তি আনেন।
জুটি ভাঙে সৌম্যর বিদায়ে। ১৩তম ওভারে ব্রাথওয়েটের বলে কর্নওয়ালের হাতে ক্যাচ দেন। ৩৪ বলে ১ চারে ১৩ রান করেন তিনি।
অর্ধশতকের পর তামিম বিদায় নেন ১৭তম ওভারে। তাকেও ফেরান ব্রাথওয়েট। ৪৬ বলে ৯টি চারে এই রান করেন তিনি।
এরপর দ্রুত আরও তিন উইকেট চলে যায়। ২২তম ওভারে কর্নওয়ালকে খেলতে গিয়ে মোয়েসলির হাতে ক্যাচ দেন শান্ত (১১)। অল্পতে বিদায় নেন মুশফিকও। ৩০ বলে ১৪ রান করা এই সিনিয়র ক্রিকেটার ওয়ারিকেনের বলে সিলভার হাতে ক্যাচ দেন।
কর্নওয়ালের বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারিতে বোকা বনে যান মোহাম্মদ মিঠুন। ১২ বলে ১ ছয়ে ১০ রান করে শর্টে মোয়েসলির হাতে ক্যাচ দেন।
৪২তম ওভারে লেগ গালিতে ক্যাচ দেন অধিনায়ক মুমিনুলক হক। ওয়ারিকেনের বলে গ্ল্যান্স করতে গিয়ে তাল মেলাতে পারেননি। ৬৮ বলে ২৬ রান করে ধরা পড়েন কর্নওয়ালের হাতে। দলীয় স্কোর তখন ১৪৬/৬।
সিরিজে বারবার হতাশ করা লিটন এদিনও সেট হয়ে সাজঘরে ফেরেন। কর্নওয়ালের নেহাত সাদামাটা এক ডেলিভারিতে স্কয়ারকাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। ৩৫ বলে করতে পারেন ২২।
টানা সাত ক্যাচ আউটের পর তাইজুলম ইসলাম ‘রীতি’ ভাঙেন। দল ১৬৭ রানে থাকা অবস্থায় কর্নওয়ালের সহজ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও রক্ষা না পাওয়া তাইজুল ২৫ বলে ৮ করেন।
মিরাজের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়তে থাকা নাঈম (১৪) অদ্ভুতভাবে এলবিডব্লিউ হন। দিনের একদম শেষভাগে ব্র্যাথওয়েটের নিচু হওয়া ডেলিভারিতে ব্যাট না দিয়ে পা দিয়ে ঠেকান!
কর্নওয়াল একাই নেন ৪ উইকেট। ৩ উইকেট ব্রাথওয়েটের। দুটি ওয়ারিকেনের।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























