Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৩:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১

বিয়ে করলেন নাসির হোসেন

নাসির হোসেন ও তামিমা তাম্মি। ছবি: সংগৃহীত

নাসির হোসেন ও তামিমা তাম্মি। ছবি: সংগৃহীত

বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার তারকা অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবসে জীবনের দ্বিতীয় ইনিংসের শুরু করেছেন তিনি। 

নাসিরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। এছাড়া এই অলরাউন্ডার তার ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে তিনটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

নাসিরের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, নববধূর নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  এতে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটি তিনি ডিলিট করে দেন। জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়