Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসের টিকা নিলেন বিসিবি সভাপতি পাপন

টিকা নিচ্ছে বিসিবি সভাপতি পাপন

টিকা নিচ্ছে বিসিবি সভাপতি পাপন

করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে সোমবার (১৫ ফেব্রুয়ারি) তিনি টিকা নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেনস উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিন গণমাধ্যমকে পাপন জানান, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।’

দেশে করোনা ভ্যাকসিন আসার আগে থেকেই এ বিষয়ে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের পরিচালক হিসেবে ভ্যাকসিন আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি।

গত সোমবার (৮ ফেব্রুয়ারি) করোনা টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিনও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়