Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২১

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ডু প্লেসিস

ফাফ ডু প্লেসিস

ফাফ ডু প্লেসিস

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডু প্লেসিস নিজেই।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডু প্লেসিস লিখেন, ‘আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এই সঠিক সময়।’

অবসর ঘোষণার পর ডু প্লেসিস জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই এই ফরম্যাট থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।

ক্যারিয়ারে ৬৯টি টেস্ট খেলে ডু প্লেসির রান ৪০.০২ গড়ে ৪১৬৩। ২১টি ফিফটির সঙ্গে রয়েছে ১০টি সেঞ্চুরি। ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে। তার অধীনে ১৮ টেস্ট জিতেছে প্রোটিয়ারা।

এ ছাড়া এখন পর্যন্ত ১৪৩টি ওয়ানডে, ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার।

ফাফ ডু প্লেসির পোস্ট:

  আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়