Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

করোনার টিকা নিলেন তামিম-সৌম্যসহ বিসিবির ২৮ সদস্য

টিকা নিচ্ছেন সৌম্য-তামিম

টিকা নিচ্ছেন সৌম্য-তামিম

করোনার টিকা নিলেন জাতীয় দলের ক্রিকেটারসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট ২৮ জন সদস্য। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই কার্যক্রম।

ক্রিকেটারদের মধ্যে সবার আগে টিকা নিয়েছেন সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি এখন টিকা নিচ্ছেন না।

বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে যারা থাকবেন, শুরুতে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

ক্রিকেটারদের টিকাদান কর্মসূচিতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার প্রথম দিন টিকা নিচ্ছেন না। ঢাকার বাইরে থাকায় তারা টিকা নেবেন আগামী ২০ ফেব্রুয়ারি।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। যদিও এখন পর্যন্ত দল ঘোষণা করা হয়নি। বুধবার নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করার কথা ছিল। তা পিছিয়েছে দু’দিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়