Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

আইপিএলের নিলামে মুশফিককে নিয়ে লড়াই করবে ৩ দল

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলামে যুক্ত হয়েছে বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের নাম। শোনা যাচ্ছে, মুশফিকের জন্য নিলামে লড়াই করতে পারে তিনটি দল।

মুশফিকুর রহিমকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী থাকতে পারে পাঞ্জাব কিংস। গত মৌসুমে মিডল অর্ডারে বেশ ভুগেছে দলটি। মিডল অর্ডারের ভরসা বাড়াতে মুশফিকের প্রতি বিশেষ নজর থাকবে তাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও নামতে পারে মুশফিকুর রহিমকে পাওয়ার লড়াইয়ে। গত আসরে দলটি উইকেটকিপারের অভাব বেশ ভালোভাবে ভুগেছে। ফলে দলের সেরা ফিল্ডার এবিডি ভিলিয়ার্সকে সীমানার বদলে উইকেটকিপিং করতে হয়েছে। এই সমস্যার সমাধানে মুশফিক হতে পারে তাদের সেরা বাছাই।

এছাড়া রাজস্থান রয়্যালসও মুশফিককে পাওয়ার লড়াইয়ে যোগ দেবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পাঞ্জাবের মতো রাজস্থানও ত্রয়োদশ আসরে মিডল অর্ডারে বেশ ভুগেছে। উইকেটকিপিং অপশনও তাদের হাতে খুব একটা নেই। ফলে মিস্টার ডিপেন্ডেবলের ওপর তাদের বিশেষ নজর থাকা স্বাভাবিক। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়