Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন থারাঙ্গা

শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা

শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে এ ঘোষণা দেন তিনি।

তিনি ছিলেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। পালন করেছেন দলের অধিনায়কের দায়িত্বও। তবে সাদা পোশাকের টেস্ট ম্যাচে তেমন নৈপুণ্যতা দেখাতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।

সেখানে তিনি লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

সবশেষ ২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কান জার্সি গায়ে দেখা গেছে থারাঙ্গাকে। তিনি ছিলেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। পালন করেছেন দলের অধিনায়কের দায়িত্বও।

৩৬ বছর বয়সী উপুল থারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩১টি টেস্ট, ২৩৫টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ওয়ানডেতে ১৫ সেঞ্চুরি ও ৩৭ হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে তার সংগ্রহ ৬৯৫১ রান। টি-টোয়েন্টিতে ১৬.২৮ গড়ে করেছেন ৪০৭ রান। তবে সাদা পোশাকের টেস্ট ম্যাচে তেমন নৈপুণ্যতা দেখাতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১৭৫৪ রান।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়