Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১

দুইদিন পর বাইরে বের হলেন তাসকিন-সৌম্যরা

সংগৃহীত

সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রায় দেড় মাস আগেই নিউজিল্যান্ড পৌঁছে গেছে টাইগাররা। করোনার কারণে সেখানে পৌঁছেই সোজা রুম কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। অবশেষে  দুইদিন একই ঘরে ‘বন্দি’ থাকার পর শুক্রবার বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন তারা।

ক্রাইস্টচার্চে টাইগারদের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল।’ প্রথম দুইদিন যে যার রুমেই আবদ্ধ ছিলেন। করোনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় আজ থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেয়া হয়েছে। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে আরও ১৪ দিন। 

দুইদিন ঘর বন্দি থাকার পর বাইরে বের হওয়ার পর সতেজ অনুভূতিতে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।

তিনি আরো বলেন, ভালো লাগছে যে, টানা দুইদিন একদম বন্দি রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরো কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সবমিলিয়ে আলাদা অনুভূতি পেয়েছি। যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়