Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান। শুক্রবার এক টুইটের মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ পাঠান নিজেই।

টুইট বার্তায় ইউসুফ পাঠান বলেছেন, 'আনুষ্ঠানিকভাবে আমি সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছে। আমাকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক এবং দেশের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যে দায়িত্ব পালনই শুরু করবো, আপনারা সমর্থন পাবো আশা করছি।'

২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় ইউসুফ পাঠানের। ইউসুফ সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরে টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন তিনি।

ইউসুফ ভারতীয় দলের হয়ে ৫৭ ওয়ানডে এবং ২২ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে আইপিএলের অসাধারণ ক্যারিয়ারের জন্য ভক্তরা তাকে মনে রাখবেন। বিশেষ করে তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য। টি-২০ এই লিগে ১৭৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩ হাজার ২০৪ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪২টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়