Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

শ্রীলংকার বিপক্ষে দলে ফিরছেন গেইল

ক্রিস গেইল

ক্রিস গেইল

প্রায় দুই বছর পর দলে ফিরতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটারখ্যাত ব্যাটসম্যান ক্রিস গেইল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ উপলক্ষে দলে ডাক পেয়েছেন তিনি। সিরিজটিকে সামনে রেখে শনিবার দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছিলেন, চলতি বছরের টি-২০ বিশ্বকাপে খেলা তার মূল লক্ষ্য। এ কারণে তাকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে ডব্লিউসিবি।

শ্রীলংকার বিপক্ষে এ সিরিজে দলের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নিকোলাস পুরান

এদিকে, দীর্ঘদিন পরে দলে ফিরেছেন ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্স। প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন কেভিন সিনক্লেয়ার ও বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

দল ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে সেরা দল বেছে নেয়ার লক্ষ্যেই এই দল গড়া হয়েছে।

গেইল ও এডওয়ার্স প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতায় ভাল খেলেছেন গেইল। নির্বাচক কমিটির ধারণা, দেশের হয়ে এখনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন তিনি। তার পাশাপাশি ফিদেল এডওয়ার্সও সাম্প্রতিককালে টি-২০তে ভাল খেলছে। দুজনই আমাদের দলের গভীরতা বাড়াবে।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়