Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু পরিবর্তন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচটি অকল্যান্ডে হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি ওয়েলিংটনে সরিয়ে নেয়া হয়েছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তাহজুড়ে দেশে লকডাউন দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাই আগামী শুক্রবারের টি-২০ ম্যাচ অকল্যান্ড থেকে ওয়েলিংটনে সরিয়ে নিতে অনেকটা বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। বুধবার একই মাঠে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মেয়েদের টি-২০ সিরিজের ভেন্যুতেও এসেছে বদল। শুক্রবার অকল্যান্ডে হতে যাওয়া দুই দলের দ্বিতীয় টি-২০ ম্যাচও ওয়েলিংটনে আয়োজিত হবে। দেশটির বাকি সব জায়গায় লেভেল-২ লকডাউন দেয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের সবগুলো ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়