Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১ মার্চ ২০২১

করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে

টিকা নিচ্ছেন জেমি ডে

টিকা নিচ্ছেন জেমি ডে

করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। একই দিনে টিকা নিয়েছেন টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের এই তিন বিদেশী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডা. মো. আলী ইমরান। 

টিকা নেয়ার পর জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘টিকা নেয়ার পর স্বাভাবিক আছি। কোনো পাশ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি তো আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। আশা করি টিকা নিয়ে ভালো থাকবো।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়