Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২ মার্চ ২০২১

প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির নতুন রেকর্ড

বিরাট কোহলি

বিরাট কোহলি

প্রথম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের ইনস্টাগ্রামে এখন ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন (১০ কোটি)। যে সংখ্যা এখন পর্যন্ত কোনো ভারতীয় তারকা ছুঁতে পারেননি।

বর্তমান সময়ের ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যার দিক দিয়ে রাজত্ব করছেন। এবার তাদের পাশেই বসেছেন কোহলি।

এছাড়াও বলিউডের রনভীর সিং, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়ারাকে ছাড়িয়ে গেছেন কোহলি। শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কোহলির প্রায় অর্ধেক।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোর (২৬৬ মিলিয়ন বা ২৬ কোটি ৬ লাখ)। দুইয়ে আছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (১৮৭ মিলিয়ন বা ১৮ কোটি ৭ লাখ)।

তিনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৪৭ মিলিয়ন বা ১৪ কোটি ৭ লাখ। কোহলির অবস্থান এই তিন ফুটবল তারকার পরেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেকর্ড গড়ায় কোহলিকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি তাদের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে, যেখানে কোহলিসহ কিছু তারকাদের ছবি রয়েছে যাদের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কমপক্ষে ১০০ মিলিয়ন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়