Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ৩ মার্চ ২০২১
আপডেট: ১২:১৬, ৩ মার্চ ২০২১

বিজেপিতে কী যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি?

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

 সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মঙ্গলবার (২ মার্চ) দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। নরেন্দ্র মোদির সভায় যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি, এমনটিই দাবি করে দেশটির বেসরকারি একটি টিভি চ্যানেলএরপরই সেই জল্পনা কিছুটা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই-ই চাইছেন। ওঁর যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।’

তবে এসব গুঞ্জনের বিষয়ে এবার নিজেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। স্পষ্টভাষায় জানিয়ে দেন খবরটি ‘ভুল’।

এদিকে, এমন আচমকা খবরে কিছুটা বিচলিত হয়ে পড়ে গঙ্গোপাধ্যায় পরিবার। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সৌরভতার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়। এমন খবরে হকচকিয়ে যান ডোনা গঙ্গোপাধ্যায়ও। এরপরই বিষয়টি পরিষ্কার করেন সৌরভ। সম্পূর্ণ ভুল খবর পরিবেশন হচ্ছে বলে জানান তিনি।

চলতি বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তির পর তিনটি ব্লকেজ ধরা পড়ে সৌরভের। দু’দফায় বসানো হয় তিনটি স্টেন্ট। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে যোগ দেননি সৌরভ। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারতইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলে টেস্ট ম্যাচের উদ্বোধনীতে যাওয়ার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে তা বাতিল করেন তিনি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে থাকা হয়নি বিসিসিআই প্রেসিডেন্টের। আপাতত রয়েছেন বাড়িতে।

অতীতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌরভ প্রস্তাব পেয়েছিলেন বলে জানায় সৌরভের ঘনিষ্ঠ মহল। তবে বরাবরই সেই প্রস্তাবে না করে এসেছেন সৌরভমঙ্গলবার ফের বিজেপিতে যোগদানের জল্পনা জোরালো হতেই মুখ খুলেন তিনি। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন- তিনি ব্রিগেডে যাচ্ছেন না।

তথ্যসূত্র- নিউজ এইটটিন

আইনিউজ/আরআর 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়