স্পোর্টস ডেস্ক
আপডেট: ১২:১৬, ৩ মার্চ ২০২১
বিজেপিতে কী যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি?
সৌরভ গাঙ্গুলি
সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মঙ্গলবার (২ মার্চ) দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। নরেন্দ্র মোদির সভায় যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি, এমনটিই দাবি করে দেশটির বেসরকারি একটি টিভি চ্যানেল। এরপরই সেই জল্পনা কিছুটা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই-ই চাইছেন। ওঁর যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।’
তবে এসব গুঞ্জনের বিষয়ে এবার নিজেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। স্পষ্টভাষায় জানিয়ে দেন খবরটি ‘ভুল’।
এদিকে, এমন আচমকা খবরে কিছুটা বিচলিত হয়ে পড়ে গঙ্গোপাধ্যায় পরিবার। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সৌরভ ও তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়। এমন খবরে হকচকিয়ে যান ডোনা গঙ্গোপাধ্যায়ও। এরপরই বিষয়টি পরিষ্কার করেন সৌরভ। সম্পূর্ণ ভুল খবর পরিবেশন হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তির পর তিনটি ব্লকেজ ধরা পড়ে সৌরভের। দু’দফায় বসানো হয় তিনটি স্টেন্ট। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে যোগ দেননি সৌরভ। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলে টেস্ট ম্যাচের উদ্বোধনীতে যাওয়ার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে তা বাতিল করেন তিনি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে থাকা হয়নি বিসিসিআই প্রেসিডেন্টের। আপাতত রয়েছেন বাড়িতে।
অতীতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌরভ প্রস্তাব পেয়েছিলেন বলে জানায় সৌরভের ঘনিষ্ঠ মহল। তবে বরাবরই সেই প্রস্তাবে না করে এসেছেন সৌরভ। মঙ্গলবার ফের বিজেপিতে যোগদানের জল্পনা জোরালো হতেই মুখ খুলেন তিনি। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন- তিনি ব্রিগেডে যাচ্ছেন না।
তথ্যসূত্র- নিউজ এইটটিন
আইনিউজ/আরআর
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























