Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৫:৪০, ৫ মার্চ ২০২১

সুনামি ভীতি কাটিয়ে অনুশীলনে টাইগাররা

সংগৃহীত

সংগৃহীত

তিন দফার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ড সরকার। যদিও পরে তা তুলে নেয়া হয়েছে। এমন অবস্থায় সব ভয়-শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে অনুশীলন করেছেন টাইগাররা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশি সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে পাঠানো একটি ভিডিও  বার্তায় জানিয়েছেন, সুনামির সতর্কতা তুলে নেওয়ায় নিশ্চিন্তে তারা অনুশীলন করছেন।

ভিডিওতে জালাল ইউনুস বলেছেন, ‘নিউজিল্যান্ডে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে নর্থ আইসল্যান্ডের ইস্ট কোস্টের দিকে একটি ভূমিকম্প হয়, যা ক্রাইস্টচার্চ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে হয়েছিল। সেখান থেকে সুনামি হওয়ার আশঙ্কা ছিল উত্তরাঞ্চলের সৈকত সংলগ্ন এলাকায়। তবে তার প্রভাব পড়েনি ক্রাইস্টচার্চে। বাংলাদেশ দল ভালো আছে, আমরা সবাই সুস্থ আছি, নিরাপদে আছি।’

‘যেভাবে আমাদের নিয়মমাফিক অনুশীলন ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছি। চারটি গ্রুপে খেলোয়াড়রা অনুশীলন করেছে, জিম করেছে। সরকার ও ক্রিকেট বোর্ডের সঙ্গে সব সময় যোগাযোগ আছে, তারা আমাদের চিন্তা করতে মানা করেছে। সবকিছু ঠিক আছে, যেসব অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে তাও তুলে নেওয়া হচ্ছে। আমরা সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাব।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়