Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ৫ মার্চ ২০২১

নিউজিল্যান্ড সফরে সাকিবের অনুপস্থিতি দলকে ভোগাবে : মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই অলরাউন্ডারের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন দলের সাবেক ও সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে জানিয়েছেন হার্ড হিটার তামিম ইকবালের প্রতি পূর্ণ আস্থার কথাও।

শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড সহজ জায়গা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই তার সাথে সাকিব নেই। কঠিন হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে (তামিম) যেভাবে কথা বলেছে, সেটা খুবই ইতিবাচক। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ দল ভালো করবে।’

তিনি বলেন, ‘সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না টিমকে অযথা বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি বিপক্ষ কন্ডিশন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সমর্থন দিই, সমর্থনের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই, তাহলে আমি নিশ্চিত যে তারা ভালো খেলবে।’

মাশরাফি বলেন, ‘হারজিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে টিম আছে ওখানে, ক্যাপেবল এনাফ ভালো খেলার জন্য। কিন্তু সবাই তো গণনা করে আপনি ম্যাচ জিতছেন না হারছেন, সো সেই অ্যাবিলিটিও আছে, কিন্তু আমাদের চাপ কমাতে হবে।’

কথার একপর্যায়ে ওয়ানডে সংস্করণে বর্তমান অধিনায়ক তামিমের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান দলের সাবেক এই অধিনায়ক।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মাসে দেশটিতে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২৬ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম, ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় এবং ১ এপ্রিল ওয়েলিংটনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়