Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৫:১০, ৬ মার্চ ২০২১

করোনার কারণে আর্সেনালের ক্ষতি ৫৬০ কোটি টাকা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মহামারীর কারণে গত অর্থবছরে ৪৭.৮ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৫৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

করোনা পরিস্থিতিতে সূচির পরিবর্তন ও দর্শকবিহীন মাঠে ম্যাচ হওয়ার কারণে এমন ক্ষতি হয়েছে তাদের। ক্লাবটি জানিয়েছে, সম্প্রচার ও বাণিজ্যিক আয় কমে যাওয়ায় ২০১৯ সালের তুলনায় ২৭.১ মিলিয়ন পাউন্ড বেশি ক্ষতি এবার হয়েছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রায় সব ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে। যে কারণে আয়ের একটি বড় উৎস থেকে প্রতিটি ক্লাবই বঞ্চিত হয়েছে। যার প্রভাব রাজস্ব আয়ে পড়েছে।”

২০২০ সালের ৩০ মে গত অর্থবছর শেষ হয়েছে। কিন্তু করোনার কারণে লিগ তিন মাস বন্ধ থাকায় ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যায়ের বেশ কয়েকটি ম্যাচসহ এফএ কাপের ফাইনাল ম্যাচটি চলতি অর্থবছরে শেষ করতে হয়েছে।

ক্লাবের আর্থিক ধারা সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে জানুয়ারিতে আর্সেনাল ১২০ মিলিয়ন পাউন্ড ব্যাংক অব ইংল্যান্ড থেকে ধার নিয়েছে, যা ২০২১ সালের মে মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

এ ছাড়া নিয়মিত ম্যানেজার উনাই এমেরির স্থানে মিকেল আর্তেতা ও তার সহকারীকে ২০১৯ সালের ডিসেম্বরে নিয়োগ দেওয়ার কারণে গানার্সদের বাড়তি ১০.৪ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়