স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১০ মার্চ ২০২১
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মুক্ত টাইগাররা
সংগৃহীত
অবশেষে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে এক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে কুইন্সটাউনে এসে খুব খুশি টাইগার ক্রিকেটাররা।
কুইন্সটাউনে এসে তাৎক্ষনিক অনুভুতি প্রকাশ করতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমাদের জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম। সুরক্ষা বলয়ে আমরা আগেও ছিলাম; কিন্তু পুরো আইসোলেশনে আগে থাকিনি। তবে সত্যি বলতে, তারা (নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড) আমাদের দেখভাল খুব ভালোভাবে করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে, আমাদের দল থেকে আমরা কেবল ধন্যবাদই জানাতে পারি। এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়। তবে তারা আমাদের যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করেছে।’
একটা দেশে গিয়েই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাতে করে সফর কঠিন হয়ে ওঠে কি না? এমন প্রশ্নের জবাবে তামিম স্বীকার করেন, ‘হ্যাঁ করে।’ তামিম বোঝানোর চেষ্টা করেন, করোনার কারণেই দ্বিগুনের বেশী সময় থাকতে হচ্ছে নিউজিল্যান্ডে।
তিনি বলেন, ‘অবশ্যই, অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা। এবার আমাদের সময় প্রায় ৪৫ দিনের সফর। যেটা সাধারণ পরিস্থিতিতে হয়তো ২০ দিনেই শেষ করে আমরা বাড়ি ফিরতে পারতাম। এখন ১৪ দিন আইসোলেশনে (কোয়ারেন্টিন) থাকতে হলো। কিন্তু এখন সময়টাই এমন। সংশ্লিষ্ট দেশের নিয়মকে শ্রদ্ধা করতেই হবে আমাদের। সামনে তাকাতে হবে। ভালো ব্যাপার হলো, এখন আমরা মুক্ত। তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আইসোলেশনের সময় কেবল নির্দিষ্ট একটু সময় এই সুযোগ ছিল। এখন সব ভালো।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























