Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১০ মার্চ ২০২১

পেলের নামে বদলে যাচ্ছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম

মারাকানা স্টেডিয়াম

মারাকানা স্টেডিয়াম

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে। দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের নামে দেয়া হবে স্টেডিয়ামটির নাম।

৮০ বছর বয়সী পেলের পুরো নাম এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তো। তবে মারাকানার নাম হবে তার সার্বজনীন পরিচিত নাম পেলের নাম অনুসারেই- ‘রেই পেলে স্টেডিয়াম’।

নাম পরিবর্তনে রিও ডি জেনেইরো রাজ্য আইনসভায় ভোট হয়েছে। এখন অফিশিয়ালভাবে ঘোষণার আগে বিষয়টি রিও ডি জেনেইরোর গভর্নর কর্তৃক অনুমোদন পেতে হবে।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ১৯৬৯ সালে সান্তোসে খেলার সময় মারাকানায় স্টেডিয়ামেই ক্যারিয়ারের ১০০০তম গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

মারাকানার নামকরণ করা হয়েছিল দেশটির বিখ্যাত সাংবাদিক মারিও ফিলহোর নামে, যিনি ১৯৪০ সালে স্টেডিয়ামটি নির্মাণে তদবির করেছিলেন। এখন সেটি বদলে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়