Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১১ মার্চ ২০২১
আপডেট: ১৩:১২, ১১ মার্চ ২০২১

বিশ্বসেরা তরুণ নেতাদের দলে মাশরাফি বিন মর্তুজা

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বসেরা অধিনায়কদের মধ্যে একজন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি পেলেন বিশ্বসেরা তরুণ নেতার খেতাব। সুইস সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থার ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছেন এই নড়াইল এক্সপ্রেস।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। চলতি বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

রাজনীতি, ব্যাবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হয়ে থাকেন। এক্ষেত্রে শর্ত একটাই, তাদের বয়স হতে হবে ৪০-র নিচে। বুধবার ঘোষণা করা হয়েছে ১১২ জন তরুণ নেতাদের নিয়ে এবারের ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ ক্লাস।

যেখানে আফ্রিকা থেকে ৯, আসিয়ান অঞ্চল থেকে ৯, অস্ট্রেলেশিয়া ও ওশেনিয়া থেকে ২, ক্যারিবীয় থেকে ১, ইউরেশিয়া থেকে ২, ইউরোপ থেকে ২৩, গ্রেটার চায়না থেকে ৯, জাপান থেকে ১, কোরিয়া ও উত্তর এশিয়া থেকে ৩, লাতিন আমেরিকা থেকে ৯, মিডল ইস্ট ও উত্তর আফ্রিকা থেকে ১৩, নর্থ আমেরিকা থেকে ২০ ও দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত করা হয়েছে ১০ জনকে।

দক্ষিণ এশিয়া থেকে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ), অদিতি আওয়াস্থি (ভারত), শ্রিকান্ত বোল্লা (ভারত), মালেকা বোখারি (পাকিস্তান), নির্ভানা চৌধুরী (নেপাল), গাজাল কালরা (ভারত), শ্রিভার খেরুকা (ভারত), আমেয়া প্রভু (ভারত), হৃদয় রবীন্দ্রনাথ (ভারত) এবং হিতেশ বাধওয়া (ভারত)।

যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

১৯৮৩ সালে জন্মগ্রহণকারী নড়াইলের ছেলে মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলছেন। ওই বছরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিজ শহর নড়াইলের মানুষের উন্নয়নের জন্য রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাইতো পেলেন তরুণ নেতার খেতাব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়