Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৪, ১৩ মার্চ ২০২১

বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচি চূড়ান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী এপ্রিলে অনুষ্ঠিত এই সফরের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকান ক্রিকেট (এসএলসি)।

সূচি অনুসারে আগামী ২১ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের পরের টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। ফিরতি সফরে ২০ মে ঢাকায় আসবে লংকানরা। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। 

জানা গেছে, শ্রীলংকা সফরে সিরিজের দুটি ম্যাচই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্যান্ডিতে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলেও কলম্বোয় কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। কলম্বোয় পা রেখে কোয়ারেন্টাইন পালনের পর প্রায় ১২০ কিলোমিটার দূরের ক্যান্ডিতে যাবে টাইগাররা।

মুলত হোটেল সুবিধার কথা বিবেচনা করেই কলম্বোকে কোয়ারেন্টাইন ভেন্যু হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকেই নিউজিল্যান্ড সফরে চলে গেলেও শ্রীলংকা সফরের আগে টেস্ট দল দেশে সপ্তাহখানেক ক্যাম্প করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়