Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ১৪ মার্চ ২০২১

এইচপি কোচ টবি রেডফোর্ড স্কিন ক্যান্সারে আক্রান্ত

টবি রেডফোর্ড

টবি রেডফোর্ড

বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের কোচ টবি রেডফোর্ড স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার মিডিয়াকে জানান, ‘চিকিৎসা নিয়ে এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এইচপি কোচ। শিগগিরই কাজে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।’

জানা গেছে, আয়ারল্যান্ডের সফরকারী ‘এ’ দলের বিপক্ষে এইচপির সিরিজে দলের সঙ্গে থাকার কথা ছিল টবির। বাংলাদেশে আসার জন্য বিমানের টিকিটও কেটে রাখা হয়েছিল কার জন্য। কিন্তু স্বাস্থ্যগত কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয় তাকে। পরে জানা গেছে তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত।

গত বছর শ্রীলঙ্কা সফর সামনে রেখে বছরে ১০০ দিন কাজের শর্তে টবিকে নিয়োগ দেয় বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতা দেখা দেওয়ায় জাতীয় দল এবং এইচপির সফর বাতিল হওয়ায় টবি কাজে যোগ দেন বিসিবি প্রেসিডেন্টস কাপে।

একদিনের ক্রিকেটের টুর্নামেন্টটি শেষ হলে এইচপির ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করে দেশে ফেরে গেছেন টবি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়