Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১৫ মার্চ ২০২১

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন হরভজন-গীতা

সংগৃহীত

সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী গীতা বাসরা ও ক্রিকেটার হরভজন সিং।

রোববার সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে এই খুশির খবরটি জানিয়েছেন গীতা নিজেই। সামনের জুলাইতে দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা রয়েছে।

গীতার পোস্টে দেখা গেছে তিনজনেই ডেনিম রংয়ের পোশাক পরে রয়েছেন। তবে তাঁদের ছোট্ট মেয়ে হিনায়ার হাতে ধরা কালো রংয়ের একটি টি-শার্ট। তাতে লেখা, “খুব শীঘ্রই বড় বোন হতে চলেছি।” সঙ্গে ক্যাপশনে লেখা, ”কামিং সুন, জুলাই ২০২১।” অর্থাৎ এই লেখাটি থেকেই পরিষ্কার আগামী জুলাই মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন গীতা। বছরের ওই সময়েই হরভজনের সংসারে আসবে নতুন অতিথি।

২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন সিং ও গীতা বাসরা। তাদের এক কন্যাসন্তান রয়েছে।

গত বছরই আইপিএল-এ চেন্নাই সুপারকিংসের সঙ্গে নিজের চুক্তি শেষ করেন হরভজন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তাকে ২ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে।

হরভজন তার ক্যারিয়ারে ১৬০টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তার অধীনে রয়েছে ১৫০টি উইকেটের শিরোপা। ২০১৬ সালে টি২০ ওয়ার্ল্ডকাপের সময় শেষ খেলতে দেখা গিয়েছিল হরভজনকে।

তিনি টেস্ট খেলেছেন ১০৩টি। পাশাপাশি ওয়ানডে ২৩৬টি, ২৮টি টি২০।

 ২০০৭ সালে ও ২০১১ সালে টি২০ ওয়ার্ল্ডকাপের বিজয়ী দলেও ছিলেন তিনি। টেস্টে মোট ৪১৭টি উইকেট, ২৬৯টি ওয়ানডে উইকেট ও ২৫টি টি২০ উইকেট রয়েছে ভারতীয় এই স্পিনারের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়