Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১৫ মার্চ ২০২১

বিয়ে করলেন জাসপ্রিত বুমরাহ

জাসপ্রিত বুমরাহ ও সঞ্জনা গণেশন

জাসপ্রিত বুমরাহ ও সঞ্জনা গণেশন

বিয়ে করলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। স্পোর্টস প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সোমবার গোয়ায় ছোট পরিসরে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় তাদের। অনুষ্ঠানে শুধু দুই পক্ষের পরিবারের লোকজন ও কাছের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

বুমরাহ ও সঞ্জনা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা, যদি এটি আপনাকে যোগ্য মনে করে, তবে আপনাকে পথ দেখাবে। একরাশ ভালোবাসা নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু হল। আজকের দিনটা আমাদের খুবই আনন্দের দিন। আমরা আমাদের বিয়ের সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ছুটি নেন বুমরাহ। চতুর্থ টেস্টে ছিলেন না তিনি। তখন থেকেই গুঞ্জন বিয়ের কারণে ছুটি নিয়েছেন বুমরাহ। পরে সেই গুঞ্জনের সত্যতাও মিলে।

বেশ কয়েক বছর আগে বিসিসিআইয়ের এক অনুষ্ঠানে সঞ্জনা গণেশনের সঙ্গে পরিচয় হয় বুমরাহর। এরপর প্রেমের সম্পর্ক শুরু। ২০১৪ মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন সঞ্জনা। 

বিয়ের ছবি পোস্ট করার পর নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তা আসতে থাকে। বিরাট কোহলি থেকে ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পুজারা থেকে ময়াঙ্ক আগরওয়াল, প্রত্যেকেই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়