Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১০, ১৫ মার্চ ২০২১

ক্রিকেটার শরীফের ভাইকে বাঁচানো যায়নি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ

গত শুক্রবার ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে ভাইয়ের জন্য সহায়তা চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ। তিনি বলেছিলেন, ‘আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিসের যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আমরা তাকে জীবিত পাব না।’ 

দুঃখের বিষয় মোহাম্মদ শরীফের বড় ভাই জিয়াউর রহমানকে বাঁচানো যায়নি। সোমবার (১৫ মার্চ) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ত্যাগ করেন তিনি।

সোমবার বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুল মাঠে জানাজা শেষে তার মরদেহ বার্মাস্ট্যান্ড কবরস্থানে দাফন করা হয়।

দুই সন্তানের জনক জিয়াউর রহমান পেশায় ব্যবসায়ী ছিলেন। বসবাস করতেন সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায়।

গত জানুয়ারি থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাকে বাঁচিয়ে তুলতে খুব দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করানোর প্রয়োজনীয়তা ছিল। তাই অসুস্থ বড় ভাইকে বাঁচাতে কান্নাভেজা চোখে সহায়তা চেয়েছিলেন মোহাম্মদ শরীফ।  কিন্তু তাকে আর বাঁচানো গেল না।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

অসুস্থ ভাইকে বাঁচাতে ক্রিকেটার শরীফের আকুতি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়