Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ১৬ মার্চ ২০২১
আপডেট: ১২:৫৩, ১৬ মার্চ ২০২১

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

সাকিব-শিশির

সাকিব-শিশির

তৃতীয় সন্তানের বাবা হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক এবং মা দুজনই সুস্থ আছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এর আগে গত ১ জানুয়ারি তৃতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন। সেদিন একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন  ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

তৃতীয়বারের মতো বাবা হচ্ছেন সাকিব!

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়