Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৯, ২০ মার্চ ২০২১
আপডেট: ২৩:২১, ২০ মার্চ ২০২১

বিসিবি সভাপতি হতে চান সাকিব, কি ভাবছেন পাপন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনই ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে শনিবার (২০ মার্চ) সাকিব এ কথা বলেন। এমনকি তিনি জানান, এ দায়িত্বে তিনি ইতিহাসের সেরাও হবেন।

সাকিব বলেন, বোর্ডের সভাপতির এ দায়িত্বে তিনি কখনো সুযোগ যদি পান, তার চেয়ে ভালোভাবে এ দায়িত্ব বাংলাদেশে আর কেউ করতে পারবে না এবং তিনি এটি ভালোভাবে বিশ্বাসও করেন।

এছাড়াও অলরাউন্ডার বলেন, আমরা নিজেদের দেশের ক্রিকেটারদের ঠিকমতো মূল্যায়নও করিনা। যেখানে আমরা বাইরের দেশের মাত্র ৪/৫ ম্যাচ খেলে আসা ক্রিকেটারদের প্রয়োজনের অতিরিক্ত সম্মান দেখাই, সেখানে দেশের ক্রিকেটাররা মেধার উপযুক্ত সম্মান পাচ্ছেন না।

তবে ক্রিকেট ফ্যানদের মাথায় ঘুরতে পারে বর্তমান সভাপতির সাকিবের এ কথায় প্রতিক্রিয়া কেমন! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখনো সাকিবের কথা নিয়ে কোনও মন্তব্য জানান নি।

এদিকে টাইগারদের সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিউজিল্যান্ড সফরেও সাকিবের প্রতি আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছিলো। সেইসময় বিসিবি সভাপতি সরাসরিভাবে জানান, সাকিব খেলতে না চাইলে তাকে জোর করা হবে না। তিনি সেইসাথে আরও যোগ করেন, শুধু সাকিব নয়, বিসিবির কোনও ক্রিকেটারকেই জোর করা হবেনা, সবাই নিজের ইচ্ছায়ই খেলবেন।

সাকিবের নিউজিল্যান্ড সফর নিয়ে বিসিবি আরও জানিয়েছিলো তারা এমন সিদ্ধান্তে ‘বিব্রত’ না। ‘মন খারাপ’ হয়েছে মাত্র।

সাকিবের বোর্ড সভাপতি হওয়ার বাসনায় নাজমুল হাসান পাপনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন, চিরদিন এ দায়িত্বে তিনি থাকবেন না, কাউকে না কাউকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে হবে। পরবর্তী সভাপতি হয়তো আরও ভালো ফল আনতে পারবেন, দেশ ও ক্রিকেটের কল্যাণে আরও ভালো কাজ করবেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়