Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২১ মার্চ ২০২১

সাকিব ইস্যুতে সভায় বসবে বিসিবি

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ থেকে অনেক আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থা করছেন। শনিবার ফেসবুক লাইভে ছুটি চেয়ে বোর্ডের কাছে পাঠানো চিঠিটির ব্যাখ্যা দিয়েছেন সাকিব। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে। জানা গেছে, সাকিব ইস্যুতে সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফেসবুক লাইভে সাকিব বলেন, আমার ধারণা আমি যে চিঠিটা দিয়েছি সেটা আকরাম ভাই ঠিক মতো পড়েনইনি। বারবার যে আকরাম ভাই বলছেন যে আমি টেস্ট খেলতে চাই না, আমার দেয়া চিঠিতে এমনটা কোথাও লিখিনি। 

তিনি আরো বলেন, আমি টেস্টের কথা বলিনি। আমি চিঠিতে লিখেছি যে আমি এই সময়ে আইপিএল খেলতে চাই। সে সময় টেস্ট না থেকে অন্যকিছুও থাকতে পারতো।

সাকিবের এই বক্তব্যের তীর ছিল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকে। সম্প্রতি তিনি বেশ কয়েকবার সংবাদমাধ্যমে সাকিব টেস্ট খেলতে চান না বলে মন্তব্য করেছেন।

সাকিবের এই অভিযোগের বিষয়ে বিসিবি কিংবা অভিযুক্ত আকরাম খানের প্রতিক্রিয়া এখনো জানা যায় নি। দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি এই বিষয়ে এখনই কথা বলছি না। আমরা এই ইস্যু নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে মিটিংয়ে বসব। তারপর এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়