স্পোর্টস ডেস্ক
আপডেট: ২৩:২৩, ২১ মার্চ ২০২১
সাকিব ইস্যুতে যা বললেন আকরাম খান
আকরাম খান
শনিবার ফেসবুক লাইভে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলতে ছুটি চেয়ে বোর্ডের কাছে পাঠানো চিঠিটির ব্যাখ্যা দিয়েছেন সাকিব। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে। সেখানে তিনি দাবি করেছেন, বিসিবিকে দেওয়া চিঠির কোথাও তিনি লিখেননি তিনি টেস্ট খেলতে চান না। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান চিঠি না পড়েই মিডিয়ায় বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তার।
এ বিষয়ে এবার মুখ খুললেন আকরাম খান। বিসিবির অন্যতম এই পরিচালক বললেন, ‘সাকিবের আইপিএলে খেলার অনুমতি পুনর্বিবেচনা করা হবে।’
রোববার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন সংস্থার বেশ ক’জন শীর্ষ পরিচালক। সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম খান।
সাকিবের বক্তব্যর বিষয়ে বলেন, ‘সাকিবের ইন্টারভিউ এখনো পুরোপুরি দেখিনি… অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে, ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি। আপনারা অনেকে আজ ফোন করেছেন। তাহলে ঠিক আছে, আমি হয়তো ভুল বুঝতে পারি। ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথায় বোঝা গেছে। তাহলে কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে কথা বলে (আইপিএলের) এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে চিন্তা করব।’
শনিবার একটি সংবাদমাধ্যমের ফেইসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে সাকিব বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা।’
সাকিব বলে যান, ‘আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু আমার চিঠিতে উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’
ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকে আঙুল তুলে বলেন, ‘আকরাম ভাই বারবার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি।… আকরাম ভাই বারবার যে বলছেন, টেস্ট খেলতে চাই না, সেটা আমার চিঠির কোথাও উল্লেখ করা নেই।’
সাকিব সমালোচনা করেন বোর্ডের বিভিন্ন কার্যক্রমেরও। স্বাভাবিকভাবেই সাকিবের এসব মন্তব্যে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। তবে আকরাম বলেন, পুরো ভিডিও এখনো দেখেননি তিনি। না দেখে বাকি বিষয়গুলো নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।
সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আকরাম বলেছেন বোর্ড সভাপতির বাসায় বৈঠকটি সাকিব ইস্যুতে ছিল না। তবে এ বিষয়ে তিনি কথাও বলেছেন ঠিকই। আকরামের ভাষ্য, ‘আজকে আমাদের মূলত মিটিং ছিল জাতীয় দলের ব্যাপারে। দল এখন নিউজিল্যান্ডে। এসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এটাও চিন্তা করেছি যাতে আমাদের এটা কোনো প্রভাব না ফেলে দলের ওপর।’
এছাড়া বাকি বিষয়ে পরে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন ক্রিকেট অপারেশনস প্রধান, ‘সাকিবের যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। যাবে, শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। আর বাকি যেটা আছে, সেটা (সাকিবের ইন্টারভিউ) দেখে বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে কী করা যায়, না করা যায়।’
আকরাম আরও যোগ করেন, ‘আমার তো শুধু সাকিবকে নিয়ে দায়িত্ব না, আমার দায়িত্ব পুরো বাংলাদেশ দলকে নিয়ে। আমি তো এত বড় একটা দায়িত্বে আছি, অনেকদিন ধরেই এ দায়িত্বে আছি। তো ও যদি মনে করে, চিঠি ঠিকভাবে পড়িনি... ওটাই বললাম, আমরা তো শ্রীলঙ্কা যাচ্ছি দুইটা টেস্ট খেলতে... ওখানে আমাদের ওয়ানডে, টি-টোয়েন্টি নাই। তাহলে তো সে ওটার (টেস্ট) জন্যই ছুটি চেয়েছে। এখন সে টেস্ট খেলতে চায়, তাহলে খেলবে। আমরা তাহলে ওর এনওসির ব্যাপার নিয়ে চিন্তা করব।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























