Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ২২ মার্চ ২০২১
আপডেট: ২৩:৫৪, ২২ মার্চ ২০২১

‘সাকিব কখনো বার্গার খান, কখনো আকরাম খান’

ক্রিকেট বিষয়ক একটি সাক্ষাৎকার দিয়ে শুরু, সেখান থেকেই শুরু আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রে অলরাউন্ডার সাকিব আল হাসান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেন, এক পর্যায়ে বলেন সুযোগ পেলে তিনিও বিসিবির সভাপতির আসনে বসবেন। এমনকি তিনি বলেন, বিসিবি সভাপতির আসনে তিনিই হবেন ইতিহাসের সেরা। 

সেখান থেকেই আলোচনার আগুনের সূত্রপাত। আর সেই আগুনে আরও কয়েকচামচ ঘি ঢেলে দিয়েছেন সাকিব তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে। 

সোমবার (২২ মার্চ) সাকিবের অফিশিয়াল পেজে পোস্ট করা হয় একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব একটি বার্গারে কামড় বসাচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?
ক্যাপশনে সাকিব ছবির পোজ নিয়ে রসিকতা করেছেন, নাকি তাকে ঘিরে গড়ে ওঠা আলোচনার কিছু ইশারা করছেন সে নিয়ে ফ্যানদের মন্তব্যে ভরপুর অনলাইন। এখন পর্যন্ত ছবিটিতে রিয়েক্ট এসেছে আড়াই লাখের বেশি, কমেন্ট ৩৩ হাজার এবং শেয়ার প্রায় ৬ হাজার। 

সেখানে ফ্যানদের কমেন্টেও পাওয়া যাচ্ছে অনেক রসিকতা, হালকা সমালোচনাও। কেউ মজা করে লিখেছেন, বার্গার খেয়ে আরাম পাচ্ছেন তাহলে বিসিবিকে ধুয়ে দেওয়ার জন্য ডিটারজেন্ট কেনো কিনেছেন! কমেন্টে অন্য কমেন্টকারীদের পড়েছে রিয়েক্ট-রিপ্লাইয়ের হিরিক। 

কমেন্ট করা ব্যক্তিদের মাঝে আছেন সেলিব্রেটিরাও। দেখা যাচ্ছে শিল্পী মিফতা জামান, পরিচালক শিহাব শাহীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ। 

আরেকজন মজা করে লিখেছেন, সাকিব কখনো বার্গার খান, কখনো আকরাম খান। শুধু এই কমেন্টে রিয়েক্ট এসেছে সাড়ে ৮ হাজারের বেশি। 

জানা গেছে, হঠাৎ করেই দেশে ফিরছেন সাকিব। আজ বাংলাদেশ সময় রাত দুইটায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামবেন সাকিব। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়