Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৫:৩৩, ২৩ মার্চ ২০২১

লাথামের ব্যাটে জয়ের পথে নিউজিল্যান্ড

বাংলাদেশের দেওয়া টার্গেট নিউজিল্যান্ডের জন্য সহজ ছিলো না। কিউইদের ব্যাটিং শুরু হওয়ার পরও শুরু হয়েছিলো বাংলাদেশের বোলিং দাপট। মোস্তাফিজ-মেহেদির বোলিং অ্যাকশনে জয়ের সম্ভাবনা বাংলাদেশের দিকেই যাচ্ছিলো।

কিন্তু, অধিনায়ক টম লাথাম ঘুরিয়ে দিয়েছেন খেলার মোড়। চাপ কাটিয়ে উঠে এখন জয়ের পথেই স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে কিউইরা।

লাথাম ৮২ রানে এবং জিমি নিশাম ১৬ রানে অপরাজিত রয়েছেন।

মোস্তাফিজ শুরু করে দিয়েছিলেন গাপটিলকে সাজঘরে পাঠানোর মাধ্যমে, তাকেই অনুসরণ করে যেনো বল হাতে নিয়েই কিউইদের চাপে রাখছেন মেহেদি। আগের ম্যাচেও সাড়া জাগিয়েছিলেন প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে, এবার আনলেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসের উইকেট।

মেহেদির আগের বলটা বেরিয়ে গিয়েছিল। পরের বলটাও টার্নের জন্যই খেলতে চেয়েছিলেন বাঁহাতি হেনরি নিকলস। কিন্তু বলটা সোজা ঢুকল ভেতরে, ভাঙল স্ট্যাম্প।

উল্লেখ্য, এটি মেহেদির ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা।

বাংলাদেশের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। নিজের তৃতীয় ওভারের শেষ বলে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে টম লাথামরা।

প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই যেনো ব্যাট হাতে আগুন ছড়াচ্ছিলেন টাইগাররা। ফলে একটা ভালো সম্ভাবনাময় টার্গেট কিউইদের ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭১ রান তুলতে সক্ষম হয়েছে সফররত বাংলাদেশ।

এ ম্যাচেও টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। নিজেদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন অধিনায়ক তামিম। কিন্তু সেটি ধরে রাখতে পারেননি লিটন।

ম্যাচের শুরুতে যেনো একটু হতাশাই ছিলো। কোনো রান না করেই আউট হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। তাকে সাজঘরে ফেরান কিউই পেসার ম্যাট হ্যানরি।

দ্বিতীয় উইকেটেই খেলা চলে আসতে শুরু করে টাইগারদের পক্ষে। সৌম্য সরকার তামিমের সঙ্গে গড়েন ৮১ রানের ইনিংস। মিচেল সান্টনারের বলে আউট হন সৌম্য। করেছেন ৩২ রান। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন টাইগার অধিনায়ক। সেই সঙ্গে পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ফিফটি। নিজের ভুলে রান আউট হয়েছেন ৭৮ রানে।

এরপর ৫৯ বলে ৩৪ রান করে মুশফিক আউট হলেও ক্রিজে খুঁটি গড়ে খেলতে থাকেন মিঠুন। থেকেছেন শেষ পর্যন্ত। দীর্ঘক্ষণের ইনিংসে তাকে যথাক্রমে সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনরা। ১৮ বলে ১৬ রান করে করেন মাহমুদউল্লাহ এবং ৫ বলে ৭ রান করেন শেখ মেহেদি।
মোহাম্মদ মিঠুন অপরাজিত থাকেন ৭৩ রানে, খেলেছেন মাত্র ৫৭ বল। তার এই ইনিংসটি ৬টি চার এবং ২টি ছয়ে সাজানো।

এদিকে ৪ বলে ৭ রান করা সাইফউদ্দিনও নট আউট থাকেন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। এছাড়াও তিনজন বোলার পেয়েছেন একটি করে উইকেট।

এছাড়াও এই ম্যাচে অন্যরকম আকর্ষণ হিসেবে ছিলেন তামিম। গড়েছেন তার ক্যারিয়ারের পঞ্চাশতম পঞ্চাশ। এর আগে অন্য কোনোও বাংলাদেশি এই রেকর্ড করতে পারেননি। তবে ৪৮ নিয়ে রেকর্ডের কাছাকাছি আছেন সাকিব আল হাসান, ৩৯ নিয়ে আছেন মুশফিকুর রহিম।

তামিমের এনে দেয়া শুরুর পর মিঠুনের ফিনিশিংয়েই ক্রাইস্টচার্চের মাঠে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এছাড়া নিউজিল্যান্ডের যেকোনো বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২০১৫ বিশ্বকাপে করা ২৮৮ রান।

তবে বলতেই হয় ২৭১ রান করার পথে বড় অবদান মিঠুনের ৫৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসের।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়