Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫২, ২৩ মার্চ ২০২১

জয়ের দেখা পেল না বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। লড়াইয়ের স্কোর গড়েও স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাজে ফিল্ডিংয়ের কারণে জিততে পারেনি বাংলাদেশ। 

টম ল্যাথাম অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছেন।

মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে তামিম ইকবালের ১০৮ বলে ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে অপরাজিত ৭৩ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে একদম হিসাব কষে ৪৮.২ ওভারে জয়ের বন্দরে যায় স্বাগতিকেরা।

এদিন ৫৩ রানে তিন সাফল্যে নতুন বলের কাজটা দারুণ করেছিলেন মোস্তাফিজ ও মেহেদী। কিন্তু বল পুরোনো হতেই প্রতিরোধ গড়ে জুটি জমিয়ে ফেলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। শতরান পেরোনো এই জুটি তামিম ইকবাল ভাঙতে পারলেও শুরু হয় ক্যাচ মিসের মহড়া।

সরাসরি থ্রো’য়ে কনওয়েকে রানআউট করে অধিনায়ক তামিম ভাঙেন কিউইদের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি। ৯৩ বলে ৭২ রান করেন কনওয়ে।

পরের ওভারেই তাসকিন আহমেদের বলে নতুন ব্যাটসম্যান জেমস নিশামের ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মেহেদী হাসান কট অ্যান্ড বোল্ড করার সুযোগ পেয়েছিলেন কিউই অধিনায়ককে ল্যাথামকে। পরপর দুই ওভারে মিস হয় দুটি সহজ ক্যাচ।

এর আগে শুরুতেই মারমুখী হয়ে ওঠা মার্টিন গাপটিলকে কাটারে ক্যাচ দিতে বাধ্য করে নিজেই তালুবন্দী করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজুর রহমান। ৩ চার এক ছয়ে ২৪ বলে ২০ করে ফেরেন কিউই ওপেনার।

আরেক ওপেনার হেনরি নিকোলসকে (১৩) বোল্ড করেন মেহেদী হাসান। তরুণ অফস্পিনার চারে নামা উইল ইয়ংকেও (১) সাজঘরের পথ দেখান বোল্ড করে।

শেষ দিকে ১৬ বলে কিউইদের দরকার ছিল ৯ রান। ড্যারিল মিচেল এবং ল্যাথাম সেটি সহজেই তুলে নেন। ল্যাথাম ১০৮ বল খেলে ১১০ রানে অপরাজিত থাকেন।

মোস্তাফিজ ৮.৩ ওভারে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন। দশ ওভারে ২ উইকেট নিতে মেহেদী খরচ করেন ৪২ রান। তাসকিন ৬৭ রান দিলেও কোনো উইকেট পাননি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়