Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:৩৪, ২৪ মার্চ ২০২১

মোস্তাফিজের ইনজুরি গুরুতর নয়: তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ভালোই অ্যাকশন দেখিয়েছেন মোস্তাফিজ। নিয়েছেন কিইউদের ২ উইকেট। তবে কাফ মাসলে চোট পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ মার্চ) নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের ম্যাচে বোলিং করতে গিয়ে এই চোট পান কাটার মাস্টার।

মোস্তাফিজের এই চোট পাওয়ার দৃশ্যে ফ্যানদের মাথায় প্রশ্ন উঁকি দিয়ে যায়, কতোটুকু গুরুতর এই ইনজুরি? আগামী ম্যাচে কি কাটার মাস্টার খেলবেন না?

ক্রিকেটফ্যানদের প্রশ্নের উত্তরই যেনো দিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মোস্তাফিজের ইনজুরি গুরুতর কিছু না।

তামিম আরও জানিয়েছেন, আগামী শুক্রবারের ওয়ানডে ম্যাচেও খেলবেন মোস্তাফিজ।

ম্যাচ চলাকালীন সময়ে ইনজুরির পর মোস্তাফিজের ড্রেসিং রুমে যাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক জানান, কাফ মাসলে টান লেগেছিল, তাই তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি। সে ভালো অবস্থায় আছে। আমি মনে করি, সে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে।

নিজের করা নবম ওভারের তৃতীয় ডেলিভারিটির সময় কাফ মাসলে টান লাগে মোস্তাফিজের। এরপরই মাঠ ছাড়েন তিনি। ওই ওভারের বাকি ৩ বল করেন মিডিয়াম পেসার সৌম্য সরকার।

এই ম্যাচে ৬২ রান দিয়ে ২টি উইকেট নেন মোস্তাফিজ। পাঁচ উইকেটে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও হাতছাড়া করে বাংলাদেশ।

ইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়