Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ২৪ মার্চ ২০২১

অনুশীলনে ফিরেছেন সাকিব

একটি লাইভেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে, নড়েচড়ে বসতে হয়েছে সকল ক্রিকেটপ্রেমীদের। সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। শুরু করেছেন তার অনুশীলনও।

বুধবার (২৪ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন টাইগার অলরাউন্ডার।

সকালেই ব্যাট-প্যাড-কিটস নিয়ে শেরে বাংলার ড্রেসিংরুমে ঢুকেন সাকিব। সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া ৯টায় ইনডোরের যে ন্যাচারাল টার্ফ, সেখানে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি।

তবে স্পষ্ট করে দেওয়া ভালো যে, সাকিবের অনুশীলন দেখে তিনি বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে খেলবেন এমন ধারণা করা ঠিক হবেনা। এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদের মুখোমুখি হওয়ার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিংটাকে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।

প্রসঙ্গত, ক্রিকেট বিষয়ক একটি সাক্ষাৎকার দিয়ে শুরু, সেখান থেকেই শুরু আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রে অলরাউন্ডার সাকিব আল হাসান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেন, এক পর্যায়ে বলেন সুযোগ পেলে তিনিও বিসিবির সভাপতির আসনে বসবেন। এমনকি তিনি বলেন, বিসিবি সভাপতির আসনে তিনিই হবেন ইতিহাসের সেরা।

সেখান থেকেই আলোচনার আগুনের সূত্রপাত। আর সেই আগুনে আরও কয়েকচামচ ঘি ঢেলে দিয়েছেন সাকিব তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে।

সোমবার (২২ মার্চ) সাকিবের অফিশিয়াল পেজে পোস্ট করা হয় একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব একটি বার্গারে কামড় বসাচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?

ক্যাপশনে সাকিব ছবির পোজ নিয়ে রসিকতা করেছেন, নাকি তাকে ঘিরে গড়ে ওঠা আলোচনার কিছু ইশারা করছেন সে নিয়ে ফ্যানদের মন্তব্যে ভরপুর অনলাইন। এখন পর্যন্ত ছবিটিতে রিয়েক্ট এসেছে আড়াই লাখের বেশি, কমেন্ট ৩৩ হাজার এবং শেয়ার প্রায় ৬ হাজার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়