Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৪:০৭, ২৭ মার্চ ২০২১

আইপিএল খেলতে ভারতে সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গেলেন সাকিব আল হাসান। শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবারের আইপিলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আজ কলকাতার পৌঁছে এক সপ্তাহের কোয়ারেন্টাইনের পর দলের সঙ্গে চেন্নাইয়ে যোগ দেবেন সাকিব।

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল, সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

আইপিএল প্রস্তুতির কথা মাথায় রেখে একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও আরেক দিন মাসকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় নিজের নামে প্রতিষ্ঠিত একাডেমিতে অনুশীলন করেছেন সাকিব।

আইপিএল খেলা হবে কি না, সে বিষয়ে সম্প্রতি কিছুটা অনিশ্চয়তার ভেতরে পড়েন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েক জন কর্মকর্তার তুমুল সমালোচনা করার পর তার অনুমতি বাতিলের সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়