Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:২০, ২৭ মার্চ ২০২১

প্রথম টি-২০ তে কাল মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

ফাইল ছবি

ফাইল ছবি

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ।

হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-২০ ফরম্যাটে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। কেননা টি-২০ ফরম্যাটে বড় দল-ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ফলে দেশটিতে বাংলাদেশের হার এখন ২৯টি ম্যাচে গিয়ে দাঁড়িয়েছে (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-২০)।  

এদিকে বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই টি-২০ সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার এবং টিম সেইফার্ট টি-২০ সিরিজের দলে নেই। আইপিএল কারণে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে।

বেশ কিছু নতুন মুখ নিয়ে মাঠে নামলেও নিউজিল্যান্ড যথারীতি কঠিন প্রতিপক্ষ। কারণ তাদের ফিল্ডিং-ব্যাটিং বেশ শক্তিশালী। পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং ছিলো অনেক খারাপ। পাঁচটি ক্যাচ ফেলেছে তারা। এতে নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয় সহজ আরো সহজ হয়েছে। তবে সব ভুলে টি-২০ তে ভালো করতে চায় টাইগাররা।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়