Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৫, ২৮ মার্চ ২০২১
আপডেট: ০৯:০৬, ২৮ মার্চ ২০২১

শুরু হতেই শেষ লিটন

বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানলেন টিম সাউদি। উইকেট থেকে সাজঘরে ফেরালেন টাইগার ওপেনার লিটন দাসকে। বড় লক্ষ্য তাড়া করতে নামায় উদ্বোধনী জুটিতে বড় রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু লিটন দাসের বিদায়ে তা আর হচ্ছে না।

দাপুটে ব্যাটিংয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২১১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শূন্য রানে অভিষিক্ত ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন আরেক অভিষিক্ত নাসুম আহমেদ। দলীয় স্কোর তখন ১ রান মাত্র। পরে মার্টিন গাপটিলকেও (৩৫) ফেরান নাসুম।

তবে শুরুর ধাক্কা সামলে উঠে হার না মানা ৯২ রানের চমৎকার এক ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তার ৫২ বলের দুরন্ত ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছক্কা।

ব্যাট হাতে ফিন ব্যর্থ হলেও অভিষেকে আলো ছড়িয়েছেন উইল ইয়াং। দাপুটে ব্যাটিংয়ে পেয়েছেন হাফ-সেঞ্চুরি। তার ৫৩ রানের ইনিংসে ছিল ২টি চার ও চারটি ছক্কা।

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু এরপর থেকে ডেভন কনওয়ের ঝড়ো ব্যাটিং ক্রমেই বড় সংগ্রহের দিকে নিয়ে গেছে নিউজিল্যান্ডকে। কনওয়ে সেঞ্চুরি না পেলেও বড় সংগ্রহই পেয়েছে স্বাগতিকরা।

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শেষে কিউইদের সংগ্রহ ২১০ রানে গিয়ে দাঁড়ায়। জয়ের জন্য টাইগারদের ২১১ রানের পাহাড়ে চড়তে হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়